বাংলাদেশের জাতীয় বিষয়াবলী
প্রচীন বাংলা
==============
১. বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?- বঙ্গ।
২. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত- চাঁপাইনবাবগঞ্জ।
৩. প্রাচীন পুন্ড জনপদের রাজধানী ছিল- পুন্ডনগর।
৪. প্রাচীন সুধারাম যে জেলার পূর্বনাম- নোয়াখালী।
৫. প্রাচীনকালে সমতট বলতে- কুমিল্ল ও নোয়াখালী।
৬. প্রাচীন জনপদ গুলোকে সর্বপ্রথম একত্রিত করেন- রাজা শশাংক।
৭. পাহাড়পুড় বৌদ্ধবিহার অন্য যে নামে পরিচিত- সোমপুর বিহার।
৮. শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্নের বর্তমান নাম- মুর্শিদাবাদ।
৯. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল- অষ্টিক।
১০. সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল।
১১. প্রাচীন চন্দ্রদীপের বর্তমান নাম- বরিশাল।
১২. প্রাচীন সমতট জনপদের রাজধানী ছিল- বড় কামতা।
সুলতানী আমল
===============
১. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন- ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
২. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় বড় মসজিদ- ষাট গম্বুজ মসজিদ।
৩. সুলতানী আমালে বাংলার রজধানীর নাম ছিল- গৌড়।
৪. সোনারগাঁও প্রথম বাংলাদেশের রাজধানী ছিল- সুলতানী আমল।
৫. সমগ্র বাংলা ভাষা ভাষী অঞ্চল বাঙ্গালাহ নামে পরিচিতি লাভ করে- শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে।
৬. ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল- শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৭. পারস্যের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল- সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের।
৮. গৌড়ের ছোট সোনা মসদিদ নির্মান করেন- আলাউদ্দিন হোসের শাহ।
৯. ১৭ বার ভারত আক্রমান করেন- সুলতান মাহমুদ।
১০ ভারতের যেখানে প্রথম মুসলিম সম্রাজ প্রতিষ্ঠা হয়- সিন্ধু ও মুলতানে।