Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Saturday, August 27, 2016

২০১৬ সালে অনুষ্ঠিত পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (PSC and other recruitment exam question)

পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বাংলা)
========================================
১৩ তম প্রভাষক নিবন্ধন ২০১৬ (13th test lecturer Register)
===========================
  1.  বাংলা ভাষা যে ভাষা থেকে এসেছে- গৌড়ীয় প্রাকৃত।
  2. মৌলিক স্বরধ্বনি- এ।
  3. বাংলা ভাষা রীতির রুপ- ২টি।
  4. ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ- ষষ্+থ।
  5. যোগরুঢ় শব্দ- পঙ্কজ।
  6. অদ্য শব্দটি যে ভাষারীতির - সাধু।
  7. কোনটি ওষ্ঠ ধ্বনি- প।
  8. চন্দ্রের প্রতিশব্দ নয়- সবিতা।
  9. কোনটি তৎপুরুষ সমাস- মধুমাখা।
  10. পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন এখানে নীড় শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- নান্দনিক অর্থে।
  11. যে বানাটি শুদ্ধ- মুমূর্ষ।
  12. শুদ্ধ বানান কোনটি- প্রাণিকুল।
  13. গোবর গনেশ বাগধারার অর্ধ - নিরেট মূর্খ।
  14. দন্ত ধ্বনি- ত থ দ ধ।
  15. দেশি শব্দ- কুলা।
  16. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ- লাফ>ফাল।
  17. পতাকা শব্দের অর্থ - কেতন।
  18. নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি- নী+অন।
  19. বাক্য বিশ্ময় সূচক চিহ্ন থাকলে থামতে হয়- ১ সেকেন্ড।
  20. অলীক এর বিপরীত শব্দ - বাস্তব।
  21. পড়ায় আমার মন ববসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি- কর্ম কারকে শূন্য বিভক্তি।
  22. কোনটি দিগু সমাস- সপ্তাহ।
  23. ননী এর সমার্থক শব্দ- সরিৎ।
  24. নাদ শব্দের অর্থ- সিংহের ডাক।
  25. অনুব্দ কত প্রকার - ২ প্রকার।
                =============================================================
১৩ তম শিক্ষক নিবন্ধর পরীক্ষা ১০১৬ (13th test teacher Register)
=============================
  1. কোন শব্দটি শুদ্ধ- পোশাক।
  2. যে বিরাম চিহ্নের বিরতি কাল নেই- হাইফেন।
  3. কোন বানান টি শুদ্ধ- বিভীষিকা।
  4. আলালি বা হুতোমি ভাষা বলা হয়ে যে ভাষাকে- চলিত।
  5. দুহিতা এর বিপরীত শব্দ- পুত্র।
  6. জয়া শব্দের সমার্থক- অর্ধাঙ্গী
  7. চতুস্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ- চতুঃ+পদ।
  8. Autonomous শব্দের অর্থ- স্বায়ত্বশাসিত।
  9. সিংহপুরূষ যে সমাস- উপমিত কর্মধারায়।
  10. মানব শব্দের প্রকৃতি প্রত্যয়- মনু+ষ্ণ।
  11. যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন।

No comments :

Post a Comment