Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Saturday, August 27, 2016

২০১৬ সালে অনুষ্ঠিত পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (PSC and other recruitment exam question)

পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বাংলা)
========================================
১৩ তম প্রভাষক নিবন্ধন ২০১৬ (13th test lecturer Register)
===========================
  1.  বাংলা ভাষা যে ভাষা থেকে এসেছে- গৌড়ীয় প্রাকৃত।
  2. মৌলিক স্বরধ্বনি- এ।
  3. বাংলা ভাষা রীতির রুপ- ২টি।
  4. ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ- ষষ্+থ।
  5. যোগরুঢ় শব্দ- পঙ্কজ।
  6. অদ্য শব্দটি যে ভাষারীতির - সাধু।
  7. কোনটি ওষ্ঠ ধ্বনি- প।
  8. চন্দ্রের প্রতিশব্দ নয়- সবিতা।
  9. কোনটি তৎপুরুষ সমাস- মধুমাখা।
  10. পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন এখানে নীড় শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- নান্দনিক অর্থে।
  11. যে বানাটি শুদ্ধ- মুমূর্ষ।
  12. শুদ্ধ বানান কোনটি- প্রাণিকুল।
  13. গোবর গনেশ বাগধারার অর্ধ - নিরেট মূর্খ।
  14. দন্ত ধ্বনি- ত থ দ ধ।
  15. দেশি শব্দ- কুলা।
  16. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ- লাফ>ফাল।
  17. পতাকা শব্দের অর্থ - কেতন।
  18. নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি- নী+অন।
  19. বাক্য বিশ্ময় সূচক চিহ্ন থাকলে থামতে হয়- ১ সেকেন্ড।
  20. অলীক এর বিপরীত শব্দ - বাস্তব।
  21. পড়ায় আমার মন ববসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি- কর্ম কারকে শূন্য বিভক্তি।
  22. কোনটি দিগু সমাস- সপ্তাহ।
  23. ননী এর সমার্থক শব্দ- সরিৎ।
  24. নাদ শব্দের অর্থ- সিংহের ডাক।
  25. অনুব্দ কত প্রকার - ২ প্রকার।
                =============================================================
১৩ তম শিক্ষক নিবন্ধর পরীক্ষা ১০১৬ (13th test teacher Register)
=============================
  1. কোন শব্দটি শুদ্ধ- পোশাক।
  2. যে বিরাম চিহ্নের বিরতি কাল নেই- হাইফেন।
  3. কোন বানান টি শুদ্ধ- বিভীষিকা।
  4. আলালি বা হুতোমি ভাষা বলা হয়ে যে ভাষাকে- চলিত।
  5. দুহিতা এর বিপরীত শব্দ- পুত্র।
  6. জয়া শব্দের সমার্থক- অর্ধাঙ্গী
  7. চতুস্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ- চতুঃ+পদ।
  8. Autonomous শব্দের অর্থ- স্বায়ত্বশাসিত।
  9. সিংহপুরূষ যে সমাস- উপমিত কর্মধারায়।
  10. মানব শব্দের প্রকৃতি প্রত্যয়- মনু+ষ্ণ।
  11. যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন।

ONE WORD SUBSTITUTE

One word substitute
==================
  • A person who writes dictionary - Lexicographer.
  • A child born after the death of its father - Posthumous.
  • A child not born of legal parents - Illegitimate.
  • A common place remark - Platitude.
  • A disease which spreads by contact - Contagious.
  • A doctor who treats pregnant and helps child birth - Obstetrician.
  • A government by the noble - Aristocracy.
  • A government of officials - Bureaucracy.
  • A house or shelter for a dog - Kennel.
  • A language is difficult to understand - Jargon.
  • A list of books - Catalog.
  • A paper written by hand - Manuscript.
  • A person died for noble cause - Martyr.
  • A person speaking many language - Polyglot.
  • A person unable to write - Illiterate.
  • A person who believes in god - Theist.
  • A person who carves on stone - Sculptor.
  • A person who collects stamps - Philatelist.
  • A person deals in cattle - Drover.
  • A person who dales in wine - Vintner.
  • A person who does not believe God - Atheist 
  • A person who is always dissatisfied - Malcontent.

Wednesday, August 24, 2016

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

প্রচীন বাংলা
==============
১. বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?- বঙ্গ।
২. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত- চাঁপাইনবাবগঞ্জ।
৩. প্রাচীন পুন্ড জনপদের রাজধানী ছিল- পুন্ডনগর।
৪. প্রাচীন সুধারাম যে জেলার পূর্বনাম- নোয়াখালী।
৫. প্রাচীনকালে সমতট বলতে- কুমিল্ল ও নোয়াখালী।
৬. প্রাচীন জনপদ গুলোকে সর্বপ্রথম একত্রিত করেন- রাজা শশাংক।
৭. পাহাড়পুড় বৌদ্ধবিহার অন্য যে নামে পরিচিত- সোমপুর বিহার।
৮. শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্নের বর্তমান নাম- মুর্শিদাবাদ।
৯. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল- অষ্টিক।
১০. সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল।
১১. প্রাচীন চন্দ্রদীপের বর্তমান নাম- বরিশাল।
১২. প্রাচীন সমতট জনপদের রাজধানী ছিল- বড় কামতা।
    সুলতানী আমল
  ===============
১. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন- ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
২. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় বড় মসজিদ- ষাট গম্বুজ মসজিদ।
৩. সুলতানী আমালে বাংলার রজধানীর নাম ছিল- গৌড়।
৪. সোনারগাঁও প্রথম বাংলাদেশের রাজধানী ছিল- সুলতানী আমল।
৫. সমগ্র বাংলা ভাষা ভাষী অঞ্চল বাঙ্গালাহ নামে পরিচিতি লাভ করে- শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে।
৬. ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল- শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৭. পারস্যের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল- সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের।
৮. গৌড়ের ছোট সোনা মসদিদ নির্মান করেন- আলাউদ্দিন হোসের শাহ।
৯. ১৭ বার ভারত আক্রমান করেন- সুলতান মাহমুদ।
১০ ভারতের যেখানে প্রথম মুসলিম সম্রাজ প্রতিষ্ঠা হয়- সিন্ধু ও মুলতানে।