জেনে নিন ৩ দিয়ে কিছু তত্ত্ব:
- ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে কত বার রাজধানী হয়েছিল- ৩ বার। (১৬১০, ১৯০৫ ও ১৯৪৭ সালে।
- বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজ কতটি- ৩ টি। ময়মনসিংহ, ফেনী, জয়পুরহাট জেলায়।
- বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা- ৩ স্তর বিশিষ্ট। ( ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদ)
- এ পর্যন্ত ঢাকায় সার্কশীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে- ৩ বার। (১৯৮৫, ১৯৯৩ ও ২০০৫ সালে)