Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Tuesday, January 3, 2017

৩ দিয়ে কিছু তত্ত্ব




 জেনে নিন ৩ দিয়ে কিছু তত্ত্ব:

  1. ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে কত বার রাজধানী হয়েছিল- ৩ বার। (১৬১০, ১৯০৫ ও ১৯৪৭ সালে।
  2. বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজ কতটি- ৩ টি। ময়মনসিংহ, ফেনী, জয়পুরহাট জেলায়।
  3. বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা- ৩ স্তর বিশিষ্ট। ( উনিয়ন, উপজেল ও জেলা পরিষদ)
  4. এ পর্যন্ত ঢাকায় সার্কশীর্ষ সম্মেলন অনু্ঠিত হয়েছে- ৩ বার। (১৯৮৫, ১৯৯৩ ও ২০০৫ সালে)
 
  1. বাংলদেশের সামুদ্রিক বন্দর - ৩ টি। (মংলা, চট্টগ্রাম ও পায়রা)  
  2. বাংলাদেশের শিক্ষা ব্যবস্তা - ৩ স্তর বিশিষ্ঠ। (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর)
  3. মিয়ানমার হতে বাংদেশে নদী প্রবেশ করেছে- ৩টি। (নাফ, সাঙ্গু ও মাতামুহুরী)
  4. মু্তিযুুদ্ধকারে বিগ্রেড আকারে ফোর্স গঠিত হয় - ৩ টি। (z ফোর্স, s োর্স ও k ফোর্স)
  5. ছেড়াদ্বীপের আয়তন- ৩ কিঃমিঃ
  6. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তজেলা আছে - ৩টি (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।
  7. বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর আছে- ৩ টি। (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)
  8. বাংলাকে রাষ্টভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সংবিধানের - তৃতীয় অনুচ্ছেদে।
  9. ভূপ্রকৃতি অনুসারে বাংলাশকে ভাগ করা হয়েছে- ৩ টি অঞ্চলে।
  10. োবেল বিজয়ী বাঙ্গালীর সংখ্যা - ৩  জন।(রবীন্দ্রনাথ, অমর্তসেন ও ডঃ উনুস)
  11. বাংলাদেশ ভারত পানি চুক্তি সাক্ষরিত হয় - ৩ ভাষায়। ( ইংরেজি, হি্দি ও বাংলা)
  12.  দুর্নীতি দমন কমিশন গঠিত হয়- ৩ জন সদস্য নিয়ে।( ১ জন চেয়ারম্যান ও ২ জন সদস্য)
  13. ঢাকার মোহাম্মদ পুরে অব্তিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা- ৩ টি।
  14. ভারত বাংলাদেশের মধ্যে অমীমাংশীত স্তান- ৩ টি। (দৈকাদা-কুড়িগ্রাম, মুহুরীর চড়-ফেনী, লাঠিটিলা-=সিলেট)
  15. রা্ট্রের বিভাগ আছে- ৩ টি। (নির্বাহী বিভাগ , বিচার বিভাগ ও িইন বিভাগ)
  16. সংবিধান সংশাধনের জন্য গণভোটের প্রযোজন হয়- ৩ টি অনুচ্চেদের ।( ৮, ৪৮ ও ৫৬)
  17. বাংলাদেশের সংবিধানে ৌলিক অধিকারের কতা আছে- ৩য় ভাগে।
  18. আন্তর্জাতিআদালতের সভপতি নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
  19. বালল্টিক রাষ্ট্র আছে - ৩ টি। (লিথুয়ানিয়া, মেক্সিকো, যুক্তরাষ্ট্র)
  20. আন্তর্জাতিক রেডক্রস কমিটি নোবেল পুরস্কার পায়- ৩ বার।( ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩)
  21. জিমন্যাস্টিকস সাধারণত- ৩ প্রকার হয়।
  22. ফুটবল প্রতিযগিতায় খেলোয়ার বদল করতে পারে - ৩ জন।
  23. বাংলা সাহিত্যর তিহাস যুগ- ৩ টি। (প্রাচীন যগ-৬৫০-১২০০, মধ্যযুগ-১২০১-১৮০০, আধুনিক যুগ-১৮০১-বর্তমান।
  24. বাংলা কবিতায় ছন্দ-ি ৩ প্রকার। (মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ও অক্ষর বৃত্ত)
  25. বৈষ্ণব পদকর্তা চন্ডীদাস - ৩ জন।(বড়ুচন্ডীদাস, দ্বিজচন্ডীদাস ও দ্বীনচান্ডীদা)
  26. ধিকরণ কারক - ৩ প্রকার।(কালাধিকরণ, ভাবাধিকরণ ও আধাধিকরণ)
  27. সার্থক বাক্য গঠনের জন্য- ৩ টি গুণ থাকআবশ্যক। ( আকাঙ্খা, আসত্তি ও যোগ্যতা)।
  28. র্থগত দিকদিয়ে বাংলা শব্দ- ৩ প্রকার। ( যৌগিক, রূঢ়ি ও যোগরূড়)
  29. বাক্যর প্রকাশ ভঙ্গি অনুসারে কর্তা থাকতে পরে - ৩ প্রকার।
  30. গঠন অনুসারে বাক্য - ৩ প্রকার।(সরল, জঠিল ও ৌগিক বাক্য)
  31. ধাতু সাধরণত- তিন প্রকার। (ৌলিক, সাধীত ও যৌগিক)
  32. বাচ্য সাধারণত - ৩ প্রকার। (কর্তবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য)
  33. বাংলা ভাষায় শ্দের শ্রেণি বিভাগ- ৩ প্রকার । (গঠলমুলক, অর্থমুলক ও উৎপত্তিমুলক)
  34. িউটনের গতি সুত্র- ৩টি
  35. গ্রহের গতিসুত্র সংক্রন্ত কেলারের সূত্র- ৩টি ।( উপবুত্ত, ক্সেত্রফল ও সময়ের সূত্র)     
  36. ডিম্বাণু য্ত্রে নিউ্লিয়াসের সংখ্যা- ৩ টি।
  37. ক্তকণিকা- ৩ প্রকার।
  38. ৌলিক কণিকা- ৩ টি ইলেকট্রণ, ্রোটন ও নিউটন)
  39. পুষ্পপত্র বিন্যাস- ৩ প্রকার। (অনিয়ত, নিয়ত ও বিশেষ)
  40. টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্য ব্যবহৃত রং- ৩ টি।(লাল, সবুজ ও নীল)
  41. ব্যা্গের হৃদপিন্ডে প্রকোষ্ট থাকে- ৩ টি।
  42. ব্যাঙ্গাচির ফুলকা থাকে- ৩ টি।
  43. থার্মোফ্লা্কে স্তর থাকে - ৩ টি। ( বহিঃআবরণ, বায়ুশূন্য অংশ ও কাঁচের োতল)
  44. সাধারণত ফুলের - ৩ অংশ থাকে। (বহি:ত্বক, অন্ত:ত্বক, মধ্যত্বক)
  45. বায়ৃমন্ডলের কার্বনডােইঅক্সাইডের পরিমাণ-০.০৩%।।।
          

No comments :

Post a Comment