বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
v 1971 সালে মুক্তিযুদ্ধের
শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দাম্ভোক্তি করেছিলেন, সে ছিল- জেনারেল ইয়াহিয়া
খান।
v স্বাধীন বাংলাদেশের
পতাকা উত্তোলিত হয় ১৯৭১ সালের- 2 মার্চ।
v বঙ্গবন্ধু ১৯৭১ সালের
৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেন- রেসকোর্স ময়দানে।
v ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের
সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট। 
v অপারেশন সার্চলাইট
হল- ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙ্গালিদের উপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা।
v মুক্তিযুদ্ধের সংরক্ষিত
স্থান শহীদ সাগর অবস্থিত- নাটোরে।
v মুক্তিযুদ্ধের প্রথম
সশস্ত্র প্রতিরো সংগঠিত হয়- গাজীপুরে।
v বাংলাদেশের পতাকায়
প্রথম দিকে লাল বৃত্তের মধ্যে যে প্রতীক ছিল- বাংলাদেশের মানচিত্র ।
v অপারেশন জ্যাকপট
হল- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তনী নৌ-শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
v আনুষ্ঠানিক ভাবে
বাংলাদেশের ঘোষনা পত্র জারি করা হয়- ১০ এপ্রিল ১৯৭১।
v বাংলাদেশের প্রথম
অস্থায়ী সরকার শপথ নেয়- ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
v বর্তমান মুজিবনগরের
পূর্বনাম- ভবের পাড়া।
v মুক্তিযুদ্ধ চলাকালিন
সময়ে প্রবাসী গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল- ৮ নং থিয়েটার রোড,
কলকাতা।
মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার বা অস্থায়ী
সরকার
রাষ্ট্রপতি 
 | 
  
বঙ্গবন্ধু
  শেখ মুজিবুর রহমান 
 | 
 
উপ-রাষ্ট্রপতি 
 | 
  
সৈয়দ
  নজরুল ইসলাম 
 | 
 
প্রধানমন্ত্রী 
 | 
  
তাজউদ্দিন
  আহমেদ 
 | 
 
অর্থমন্ত্রী 
 | 
  
এম
  মনসুর আলী 
 | 
 
প্রতিরক্ষা মন্ত্রণালয় 
 | 
 |
প্রতিরক্ষা
  মন্ত্রী 
 | 
  
প্রধানমন্ত্রী
  তাজউদ্দিন আহমেদ 
 | 
 
প্রধান
  সেনাপতি 
 | 
  
জেনারেল
  আতাউল গণি ওসমানী 
 | 
 
উপ-সেনা
  প্রধান 
 | 
  
গ্রুপ
  ক্যাপটেন এ কে খন্দকার   
 | 
 
v বাংলাদেশের মুক্তিযুদ্ধের
বাঙ্গাদেশকে ভাগ করা হয়েছিল- ১১ টি সেক্টরে।
v মুক্তিযুদ্ধের সময়
ঢাকা শহর যে সেক্টরের অধীনে ছিল- ২ নং সেক্টর ।
v মুক্তিযুদ্ধের সমগ্র
বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়- ৬৪ টি।
v বাংলাদেশের যে সেক্টরে
নৌ কমান্ডার ছিল- ১০ নং সেক্টর।
v মুক্তিযুদ্ধের সময়
মুজিবনগর ছিল- ৮ নং সেক্টরে।
v মুক্তিযু্দ্ধের দিন
আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন- গ্রুপ ক্যাপটেন একে খন্দকার।
v ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে- তৎকালীন রেসকোর্স ময়দানে।
v মুক্তিযুদ্ধের সময়
যে এলাকা প্রথম শত্রুমুক্ত হয়- যশোর ও সিলেট।
v ৭১ এর যুদ্ধঅপরাধীদের
বিচারের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনষ্ঠিত হয়েছিল- ১৯৯২ সালে।
v বাংলাদেশকে প্রথম
স্বকৃতিকারী দেশ- ভারত।
v যে আরবদেশ সর্বপ্রথম
বাংলাদেশকে স্বীকৃতি প্রতান করে- ইরাক।
v স্বাধীন বাংলাদেশকে
মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রাদান করে- ৪ এপ্রিল ১৯৭২।
v বাংলাদেশকে স্বীকৃতিদান
কারী প্রথম আফ্রিকান দেশ- সেনেগাল।
v উপসাগরীয় দেশগুলোর
মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়- কুয়েত।
v গণচীন বাংলাদেশকে
স্বীকৃতি দেয়- ১৯৭৫ সালে।
v বাংলাদেশকে প্রথম
অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়- মালেশিয়া, ইন্দোনেশিয়া।
v স্বাধীনতা যুদ্ধে
অবদানের জন্য বীরপ্রতীক উপাধী লাভ করে- ৪২৬ জন।
v স্বাধীনতা যুদ্ধে
অবদানের জন্য যে কয়জন নারীকে বীরপ্রতীক উপাধীতে ভুষিত করা হয়- ২ জনকে।
v বীরউত্তম উপাধীতে
ভূষিত করা হয়- ৬৮ জনকে।
v বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন
জাহাঙ্গীরের কবর- চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
v বাংলাদেশের মুক্তিযুদ্ধের
একমাত্র বিদেশী বীর প্রতীকের নাম- ডব্লিউ এস ওডারল্যান্ড ।
v বাংলাদেশের যে নারী
মুক্তিবেটি নামে পরিচিত- কাঁকন বিবি।
v বীরপ্রতীক খেতাব
প্রাপ্ত ডব্লিউ এস ওডারল্যান্ড জন্মগ্রহণ করেন- হল্যান্ডে।
v স্বাধীনতা যুদ্ধে
অবদানের জন্য মোট রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়- ৬৭৬ জনকে।
খেতাব 
 | 
  
সংখ্যা 
 | 
 
বীরশ্রষ্ঠ
   
 | 
  
7
  জন 
 | 
 
বীরউত্তম 
 | 
  
68
  জন 
 | 
 
বীরবিক্রম 
 | 
  
175
  জন 
 | 
 
বীরপ্রতীক 
 | 
  
426
  জন 
 | 
 
v সবকটা জানাল খুলে
দেওনা- এর গীতিকার- মরহুম নজরুল ইসলাম বাবু।
v Stop Genocide প্রামাণ্যচিত্রটি
নির্মান করেন- জহির রায়হান।
v মুক্তির গান চলচ্চিত্র
পরিচালনা করেছিলেন- তারেক মাসুদ।
v পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র
ওরা ১১ এর পরিচালক- চাষী নজরুল ইসলাম।
v মুক্তিযুদ্ধ ভিত্তিক
চলচ্চিত্র গেরিলা এর পরিচালক- নাসির উদ্দিন
ইউসুফ।
v জয় বাংলান জয় গানটির
গীতিকার- গাজীমাজহারুল আনোয়ার।
v মুক্তিযুদ্ধের উপর
রচিত কবিতা সেপ্টম্বের অন যশোর রোড এর রচিয়তা- অ্যালেন গিনেসবার্গ ।
v 1971 সালে মুজিবনগর
সরকার যে কয় প্রকার ডাকটিকিট প্রকাশ করে- ৮ প্রকার। (যথা: ১০,২০,৫০ পয়সা, ১,২,৩,৫ ও
১০ টাকা মূল্যের।
v কনসার্ট ফর বাংলাদেশ
অনুষ্ঠিত হয়-১৯৭১ সালের ১ আগষ্ট মাসে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
v কনসার্ট ফর বাংলাদেশ
যার তত্বাবধানে অনুষ্ঠিত হয়- জর্জ হ্যরিসন।
v বাংলাদেশ মুক্তিযোদ্ধা
সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার না- মুক্তিবার্তা।
v মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়- ২০০১ সালে।
v ১৯৭১ সালে পূর্ব
পাকিস্তানি বর্বতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন- বিদেশী সাংবাদিক মার্ক
টালি।


