Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Showing posts with label Bangladesh Affairs. Show all posts
Showing posts with label Bangladesh Affairs. Show all posts

Friday, June 10, 2016

Bangladesh Liberation War (বাংলাদেশের মুক্তিযুদ্ধ)

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
v 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দাম্ভোক্তি করেছিলেন, সে ছিল- জেনারেল ইয়াহিয়া খান।
v স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয় ১৯৭১ সালের- 2 মার্চ।
v বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দেন- রেসকোর্স ময়দানে।
v ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট।
v অপারেশন সার্চলাইট হল- ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙ্গালিদের উপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা।
v মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর অবস্থিত- নাটোরে।
v মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরো সংগঠিত হয়- গাজীপুরে।
v বাংলাদেশের পতাকায় প্রথম দিকে লাল বৃত্তের মধ্যে যে প্রতীক ছিল- বাংলাদেশের মানচিত্র ।
v অপারেশন জ্যাকপট হল- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তনী নৌ-শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
v আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের ঘোষনা পত্র জারি করা হয়- ১০ এপ্রিল ১৯৭১।
v বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়- ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
v বর্তমান মুজিবনগরের পূর্বনাম- ভবের পাড়া।
v মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে প্রবাসী গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল- ৮ নং থিয়েটার রোড, কলকাতা।
মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার
রাষ্ট্রপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উপ-রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম
প্রধানমন্ত্রী
তাজউদ্দিন আহমেদ
অর্থমন্ত্রী
এম মনসুর আলী
প্রতিরক্ষা মন্ত্রণালয়
প্রতিরক্ষা মন্ত্রী
প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ
প্রধান সেনাপতি
জেনারেল আতাউল গণি ওসমানী
উপ-সেনা প্রধান
গ্রুপ ক্যাপটেন এ কে খন্দকার 

v বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাঙ্গাদেশকে ভাগ করা হয়েছিল- ১১ টি সেক্টরে।
v মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর যে সেক্টরের অধীনে ছিল- ২ নং সেক্টর ।
v মুক্তিযুদ্ধের সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে ভাগ করা হয়- ৬৪ টি।
v বাংলাদেশের যে সেক্টরে নৌ কমান্ডার ছিল- ১০ নং সেক্টর।
v মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল- ৮ নং সেক্টরে।
v মুক্তিযু্দ্ধের ‍দিন আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ‍প্রতিনিধিত্ব করেন- গ্রুপ ক্যাপটেন একে খন্দকার।
v ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পন করে- তৎকালীন রেসকোর্স ময়দানে।
v মুক্তিযুদ্ধের সময় যে এলাকা প্রথম শত্রুমুক্ত হয়- যশোর ও সিলেট।
v ১৯৭১ খিস্টাব্দের ১৬ ডিসেম্বর ছিল বাংলা-১৩৭৮ সন।
v ৭১ এর যুদ্ধঅপরাধীদের বিচারের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত অনষ্ঠিত হয়েছিল- ১৯৯২ সালে।
v বাংলাদেশকে প্রথম স্বকৃতিকারী দেশ- ভারত।
v যে আরবদেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রতান করে- ইরাক।
v স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রাদান করে- ৪ এপ্রিল ১৯৭২।
v বাংলাদেশকে স্বীকৃতিদান কারী প্রথম আফ্রিকান দেশ- সেনেগাল।
v উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়- কুয়েত।
v গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ১৯৭৫ সালে।
v বাংলাদেশকে প্রথম অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়- মালেশিয়া, ইন্দোনেশিয়া।
v স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধী লাভ করে- ৪২৬ জন।
v স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য যে কয়জন নারীকে বীরপ্রতীক উপাধীতে ভুষিত করা হয়- ২ জনকে।
v বীরউত্তম উপাধীতে ভূষিত করা হয়- ৬৮ জনকে।
v বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর- চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
v বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীর প্রতীকের নাম- ডব্লিউ এস ওডারল্যান্ড ।
v বাংলাদেশের যে নারী মুক্তিবেটি নামে পরিচিত- কাঁকন বিবি।
v বীরপ্রতীক খেতাব প্রাপ্ত ডব্লিউ এস ওডারল্যান্ড জন্মগ্রহণ করেন- হল্যান্ডে।
v স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়- ৬৭৬ জনকে।
খেতাব
সংখ্যা
বীরশ্রষ্ঠ
7 জন
বীরউত্তম
68 জন
বীরবিক্রম
175 জন
বীরপ্রতীক
426 জন

v সবকটা জানাল খুলে দেওনা- এর গীতিকার- মরহুম নজরুল ইসলাম বাবু।
v Stop Genocide প্রামাণ্যচিত্রটি নির্মান করেন- জহির রায়হান।
v মুক্তির গান চলচ্চিত্র পরিচালনা করেছিলেন- তারেক মাসুদ।
v পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ওরা ১১ এর পরিচালক- চাষী নজরুল ইসলাম।
v মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা এর পরিচালক- নাসির উদ্দিন ইউসুফ।
v জয় বাংলান জয় গানটির গীতিকার- গাজীমাজহারুল আনোয়ার।
v মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টম্বের অন যশোর রোড এর রচিয়তা- অ্যালেন গিনেসবার্গ ।
v 1971 সালে মুজিবনগর সরকার যে কয় প্রকার ডাকটিকিট প্রকাশ করে- ৮ প্রকার। (যথা: ১০,২০,৫০ পয়সা, ১,২,৩,৫ ও ১০ টাকা মূল্যের।
v কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়-১৯৭১ সালের ১ আগষ্ট মাসে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
v কনসার্ট ফর বাংলাদেশ যার তত্বাবধানে অনুষ্ঠিত হয়- জর্জ হ্যরিসন।
v বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার না- মুক্তিবার্তা।
v মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়- ২০০১ সালে।

v ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানি বর্বতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন- বিদেশী সাংবাদিক মার্ক টালি।