Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Sunday, October 16, 2016

বাক্য ও বানান শুদ্ধি (The correctness of spelling and sentence)

বাক্য ও বানন শুদ্ধি 

(The correctness of spelling and sentence)


Saturday, August 27, 2016

২০১৬ সালে অনুষ্ঠিত পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (PSC and other recruitment exam question)

পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (বাংলা)
========================================
১৩ তম প্রভাষক নিবন্ধন ২০১৬ (13th test lecturer Register)
===========================
  1.  বাংলা ভাষা যে ভাষা থেকে এসেছে- গৌড়ীয় প্রাকৃত।
  2. মৌলিক স্বরধ্বনি- এ।
  3. বাংলা ভাষা রীতির রুপ- ২টি।
  4. ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ- ষষ্+থ।
  5. যোগরুঢ় শব্দ- পঙ্কজ।
  6. অদ্য শব্দটি যে ভাষারীতির - সাধু।
  7. কোনটি ওষ্ঠ ধ্বনি- প।
  8. চন্দ্রের প্রতিশব্দ নয়- সবিতা।
  9. কোনটি তৎপুরুষ সমাস- মধুমাখা।
  10. পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন এখানে নীড় শব্দটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- নান্দনিক অর্থে।
  11. যে বানাটি শুদ্ধ- মুমূর্ষ।
  12. শুদ্ধ বানান কোনটি- প্রাণিকুল।
  13. গোবর গনেশ বাগধারার অর্ধ - নিরেট মূর্খ।
  14. দন্ত ধ্বনি- ত থ দ ধ।
  15. দেশি শব্দ- কুলা।
  16. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ- লাফ>ফাল।
  17. পতাকা শব্দের অর্থ - কেতন।
  18. নয়ন শব্দটির সঠিক প্রত্যয় কোনটি- নী+অন।
  19. বাক্য বিশ্ময় সূচক চিহ্ন থাকলে থামতে হয়- ১ সেকেন্ড।
  20. অলীক এর বিপরীত শব্দ - বাস্তব।
  21. পড়ায় আমার মন ববসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি- কর্ম কারকে শূন্য বিভক্তি।
  22. কোনটি দিগু সমাস- সপ্তাহ।
  23. ননী এর সমার্থক শব্দ- সরিৎ।
  24. নাদ শব্দের অর্থ- সিংহের ডাক।
  25. অনুব্দ কত প্রকার - ২ প্রকার।
                =============================================================
১৩ তম শিক্ষক নিবন্ধর পরীক্ষা ১০১৬ (13th test teacher Register)
=============================
  1. কোন শব্দটি শুদ্ধ- পোশাক।
  2. যে বিরাম চিহ্নের বিরতি কাল নেই- হাইফেন।
  3. কোন বানান টি শুদ্ধ- বিভীষিকা।
  4. আলালি বা হুতোমি ভাষা বলা হয়ে যে ভাষাকে- চলিত।
  5. দুহিতা এর বিপরীত শব্দ- পুত্র।
  6. জয়া শব্দের সমার্থক- অর্ধাঙ্গী
  7. চতুস্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ- চতুঃ+পদ।
  8. Autonomous শব্দের অর্থ- স্বায়ত্বশাসিত।
  9. সিংহপুরূষ যে সমাস- উপমিত কর্মধারায়।
  10. মানব শব্দের প্রকৃতি প্রত্যয়- মনু+ষ্ণ।
  11. যে উপকারীর অপকার করে- কৃতঘ্ন।

ONE WORD SUBSTITUTE

One word substitute
==================
  • A person who writes dictionary - Lexicographer.
  • A child born after the death of its father - Posthumous.
  • A child not born of legal parents - Illegitimate.
  • A common place remark - Platitude.
  • A disease which spreads by contact - Contagious.
  • A doctor who treats pregnant and helps child birth - Obstetrician.
  • A government by the noble - Aristocracy.
  • A government of officials - Bureaucracy.
  • A house or shelter for a dog - Kennel.
  • A language is difficult to understand - Jargon.
  • A list of books - Catalog.
  • A paper written by hand - Manuscript.
  • A person died for noble cause - Martyr.
  • A person speaking many language - Polyglot.
  • A person unable to write - Illiterate.
  • A person who believes in god - Theist.
  • A person who carves on stone - Sculptor.
  • A person who collects stamps - Philatelist.
  • A person deals in cattle - Drover.
  • A person who dales in wine - Vintner.
  • A person who does not believe God - Atheist 
  • A person who is always dissatisfied - Malcontent.

Wednesday, August 24, 2016

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

বাংলাদেশের জাতীয় বিষয়াবলী

প্রচীন বাংলা
==============
১. বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?- বঙ্গ।
২. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত- চাঁপাইনবাবগঞ্জ।
৩. প্রাচীন পুন্ড জনপদের রাজধানী ছিল- পুন্ডনগর।
৪. প্রাচীন সুধারাম যে জেলার পূর্বনাম- নোয়াখালী।
৫. প্রাচীনকালে সমতট বলতে- কুমিল্ল ও নোয়াখালী।
৬. প্রাচীন জনপদ গুলোকে সর্বপ্রথম একত্রিত করেন- রাজা শশাংক।
৭. পাহাড়পুড় বৌদ্ধবিহার অন্য যে নামে পরিচিত- সোমপুর বিহার।
৮. শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্নের বর্তমান নাম- মুর্শিদাবাদ।
৯. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল- অষ্টিক।
১০. সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল।
১১. প্রাচীন চন্দ্রদীপের বর্তমান নাম- বরিশাল।
১২. প্রাচীন সমতট জনপদের রাজধানী ছিল- বড় কামতা।
    সুলতানী আমল
  ===============
১. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন- ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি।
২. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় বড় মসজিদ- ষাট গম্বুজ মসজিদ।
৩. সুলতানী আমালে বাংলার রজধানীর নাম ছিল- গৌড়।
৪. সোনারগাঁও প্রথম বাংলাদেশের রাজধানী ছিল- সুলতানী আমল।
৫. সমগ্র বাংলা ভাষা ভাষী অঞ্চল বাঙ্গালাহ নামে পরিচিতি লাভ করে- শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে।
৬. ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল- শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৭. পারস্যের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল- সুলতান গিয়াস উদ্দিন আযম শাহের।
৮. গৌড়ের ছোট সোনা মসদিদ নির্মান করেন- আলাউদ্দিন হোসের শাহ।
৯. ১৭ বার ভারত আক্রমান করেন- সুলতান মাহমুদ।
১০ ভারতের যেখানে প্রথম মুসলিম সম্রাজ প্রতিষ্ঠা হয়- সিন্ধু ও মুলতানে।

Monday, June 20, 2016

South Asian country, its Capital ‍and currency ( দক্ষিণ এশিয়া দেশ, রাজধানী ও মুদ্রা)

দেশ                                             রাজধানী                             মুদ্রা
বাংলাদেশ                                     ঢাকা                                   টাক
ভারত                                          নয়াদিল্লী                             রুপি
পাকিস্তান                                      ইসলামা বাদ                        রুপি
ভুটান                                           থিম্পু                                  গুলট্রাম
আফগানিস্তান                                কাবুল                                 আফগানি
শ্রী লংকা                                       কলম্বো                                রুপি
মালদ্বীপ                                        মালে                                   রুপাইয়া
নেপাল                                          কাঠমুন্ডু                              রুপি

Sunday, June 19, 2016

Some Importace Discovery of Chamistry (রসায়নের কিছু গুরত্বপূর্ণ আবিস্কার)




 আবিস্কার
আবিস্কারক
দেশ
সাল
কার্বন ডাই-অক্সাইড
 ভ্যানহেলমন্ট
 জার্মানি
 ১৬৩০
অক্সিজেন
 যোসেফ প্রিস্টল
 যুক্তরাজ্য
 ১৭৭৪
হাইড্রোজেন
 ক্যাভেন্ডিস
 যুক্তরাজ্য
 ১৭৬৬
বৈদ্যুতিক কোষ
 আলেকসান্দ্রো ভোল্ট
 ইতালি
 ১৮০০
সালফিউরিক এসিড
 ফিলিপস
 যুক্তরাজ্য
 ১৮৩১
ডিনামাইট
 আলফ্রেড নোবেল
 সুইডেন
 ১৮৬২
শুষ্ককোষ
জর্জেস লেকল্যান্স
 ফ্রান্স
 ১৮৬৪
পাস্তরায়ন
 লুইপাস্তর
 ফ্রান্স
 ১৮৬৪
ইলেকট্রন
 থমসন
 যুক্তরাজ্য
 ১৮৯৭
পারমানবিক সংখ্যা
 মোসলে
 যুক্তরাজ্য
 ১৯১৩
প্রোটন
 রাদারফোর্ড
 যুক্তরাজ্য
 ১৯১৯
ইউরিয়া
 উহলার
 জার্মানি
 ১৯২৮
 নিউট্রন
 চ্যাডউইক
 যুক্তরাজ্য
 ১৯৩২
 ইউরেনিয়াম
 ক্লাপ্রথ
 জার্মানি
 ১৯৩৯
 পারমানবিক বোমা
 ওপেনহেইমার
 যুক্তরাষ্ট্র
 ---