বাংলা ভাষা
- মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। বাংলা ভাষার প্রধান রুপ দুটি। যথাঃ ১. সাধু ২. চলিত ভাষা
- সাধু ভাষা ও চলিত রীতির মধ্যে পার্থক সর্বনাম ও ক্রিয়া পদের ব্যবহারে।
- সাধু ভাষার বেশিষ্ট্য - গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল, বক্তৃতা ও নাটকের সংলাপের অনুপযোগী।
- বাংলা সাহিত্য চলিত রীতির প্রবর্তক- প্রথম চৌধুরী।
- চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য - পরিবর্তনশীলতা, তদ্ভব ও দেশী শব্দবহুল, ব্যাকরণের সিুনির্দিষ্ট নিয়মের অনুসারী নয়, বক্তৃতা ও নাটকের সংলাপে উপযোগী।
বাংলা সাহিত্যর ইতিহাস বিশষয়ক গ্রন্থ
- বাংলা সাহিত্যের প্রচীনতম প্রন্থ- বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিহ্য বিষয়ক প্রস্তাব - রাম গতি ন্যায় রত্ন।
- বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ বাঙ্গাল ভাষা ও সাহিত্য।
- বাংলা সাহিত্যর ইতহাস- ড. সুকুমার সেন।
- বাংলা সাহিত্যর কথা- ড.মুহাম্মদ শহীদুল্লাহ।
- বাংলা সাহিত্যর রপরেখা- গোপাল হালদার।
- বাংলা সাহিত্যর পুরাবৃত্ত- ড. অয়াকিল আহমেদ্
- বাংলা সাহিত্যর ইতিকথা- ভূদেব চৌধুরী।
- বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ-১৯২৬ - ড. সুনীতিকুমার চট্রোপাধ্যায়।
- বাংলা ও বাংলা সাহিত্যের ইতিবৃত্ত- মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান।
- বাংলা সহিত্যর ইতিবৃত্ত - ড. অসিত কুমার বন্দ্যেপাধ্যায়।
ব্যাকরণ
- ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি- (বি+আ+কৃ+অন) অর্থ বিশেষ ভাবে বিশ্লেষণ। ব্যাকরণ সংস্কৃত ভাষা থেকে এসেছে। ব্যাকরণ অভ্যন্তীরণ শৃঙ্খলা আবিস্কারের নামই - ব্যাকরণ। ব্যাকরণকে বলে ভাষার সংবিধান।
- ব্যাকরণের মূল ভিত্তি - ভাষা এবং এর প্রধান কাজ - ভাষার বিশ্লেষণ।
বাংলা ব্যাকরণ গ্রন্থ
- বাংলাভাষার প্রথম ব্যাকরণ ( পর্তুগীজ ভাষায় লিখিত) পর্তুগিজ পাদদ্রি মনোএল দ্য আসুম্পসাউ রচিত ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্ল ই পোরতুগিজ ।
- বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ ( ইংরেজি তবে আংশিক বাংলায় মুদ্রিত) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত (A Crammer of Bengal Language ) নামে ব্যাকরণ রচনা করেন।
- বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন - রাজা রামমোহন রায় ( গৌড়ীয় ব্যাকরণ) নামে ১৮৩৩ সালে( এটিই প্রথম বাঙ্গালি কর্তৃত রচিত ব্যাকরণ।
- উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ - পণিনি। তাঁর রচিত ব্যাকরণ বিখ্যাত ব্যাকরণ অষ্টোধ্যায়ী।
- ডঃ সুনীতি কৃমার চট্রোপাধ্যায় রচিত ব্যাকরণ গ্রন্থ- ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ।
No comments :
Post a Comment