Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Sunday, June 12, 2016

The title is the name of the rhythm of writers and poets (কবি সাহিত্যিকের উপাধি ও ছন্দ নাম)

উপাধি ও ছন্দ নাম

  • ভানুসিংহ ঠাকুর কার ছন্দ নাম- রবীন্দ্র নাথ ঠাকুর।
  • বীরবল ছন্দ নামে লিখতেন- প্রমথ চৌধুরী।
  • অশোক সৈয়দ যার ছন্দ নাম- আব্দুল মান্নান সৈয়দ।
  • শরৎচন্দ্রর ছন্দ নাম- অনিলা দেবী।
  • বনফুল যার ছন্দ নাম- বলাই চাঁদ মুখোপাধ্যায়।
  • রুপসী বাংলার কাবি- জীবনানন্দ দাস।
  • বাংলা গীতি কবিতার ভোরের পাখি- বিহারী লাল চক্রবতী।
  • যে কবির উপাধি কবিকন্ঠহার- বিদ্যাপতি।
  • সাহিদ্য সম্রাট যার উপাধি- বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়।
  • যুগসন্ধিকালের কবি বলা হয়- ইশ্বর চন্দ্র গুপ্তকে।
  • ধুমকেতু যে ছবির ছন্দ নাম- কাজী নজরুল ইসলাম।
  • সুনীল গঙ্গোপাধ্যায় এর ছন্দ নাম- নীল লোহিত।
  • কবি কঙ্কন যে কবির উপাধি- মুকুন্দরাম চক্র বর্তীর।
  • বাংল সাহিত্য পল্লীকবি বলা হয়- জসীম উদ্দিন কে।
  • ছন্দের জাদুকর বলা হয়- সতোন্দ্রনাথ দত্তকে।
  • বাংলা সাহিতো কিশোর কবি বলা হয়- সুকান্ত ভট্টাচার্য কে।
  • কালী প্রসন্ন সিংহের ছন্দনাম- হুতোম পেঁচা।
  • দৃষ্টিপাত লেখক যাযাবর এর প্রকৃত নাম- বিনয় মুখ্যেপাধ্যায়।
  • ইশ্বর চন্দ্রকে বিদ্যাসাগর উপিাধি দেয়- সংস্কৃত কলেজ।
  • পরশুরাম যার ছন্দনাম- রাজশেখর বসুর ।
  • বাংলা সাহিত্য সভাব কবি হিসেবে পরিচিত- গোবিন্দচন্দ্র দাস।
  • কালকুট যার ছন্দনাম- সমরেশ বসুর।
  • টেকচাঁদ ঠাকুর ছন্দনাম- প্যারীচাঁদ মিত্রের।
  • বাংলা সাহিত্য সাহিত্যবিশারদ উপাধি- আবদুল করিমের।
উপাধি ও ছন্দ নাম

প্রকৃত নাম
 উপাধি
ছন্দ নাম 
 আব্দুল মান্নান সৈয়দ
---- 
অশোক সৈয়দ 
 আব্দুল করিম
সাহিত্য বিশারদ 
------ 
 আব্দুল কাদির
ছান্দাসিক কবি 
------ 
 কাজী নজরুল ইসলাম
বিদ্রহী কবি
কহলন মিশ্র, রুপকার
 জীবনানন্দ দাস
 রুপসী বাংলার কবি, তিমির হননের কবি
--------- 
 প্যারীচাঁদ মিত্র
----- 
টেকচাঁদ ঠাকুর 
 বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
সাহিত্য সম্রাট  
কমলকান্ত 
 বালাই চাঁদ মুখ্যপাধ্যায়
---- 
বনফুল 
 মুকুন্দরাম চক্র বতী
কবি কঙ্কন 
-------- 
 মীরমশাররফ হোসেন
------ 
গাজীমিয়া, উদাসীন পথিক 
 রবীনদ্র নাথ ঠাকুর 
বিশ্বকবি 
ভনুসিংহ 
 সুফিয়া কামাল
শ্রেষ্ঠ মহিল কবি/ জননী সাসিকতা
-------- 
 সনিীল গঙ্গোপাধ্যায়
----- 
নীল লোহিত, সনাতন পাঠক 
 জসীম উদ্দিন
 পল্লীকবি 
 জমির উদ্দিন মোল্লা 

No comments :

Post a Comment