উপাধি ও ছন্দ নাম
- ভানুসিংহ ঠাকুর কার ছন্দ নাম- রবীন্দ্র নাথ ঠাকুর।
- বীরবল ছন্দ নামে লিখতেন- প্রমথ চৌধুরী।
- অশোক সৈয়দ যার ছন্দ নাম- আব্দুল মান্নান সৈয়দ।
- শরৎচন্দ্রর ছন্দ নাম- অনিলা দেবী।
- বনফুল যার ছন্দ নাম- বলাই চাঁদ মুখোপাধ্যায়।
- রুপসী বাংলার কাবি- জীবনানন্দ দাস।
- বাংলা গীতি কবিতার ভোরের পাখি- বিহারী লাল চক্রবতী।
- যে কবির উপাধি কবিকন্ঠহার- বিদ্যাপতি।
- সাহিদ্য সম্রাট যার উপাধি- বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়।
- যুগসন্ধিকালের কবি বলা হয়- ইশ্বর চন্দ্র গুপ্তকে।
- ধুমকেতু যে ছবির ছন্দ নাম- কাজী নজরুল ইসলাম।
- সুনীল গঙ্গোপাধ্যায় এর ছন্দ নাম- নীল লোহিত।
- কবি কঙ্কন যে কবির উপাধি- মুকুন্দরাম চক্র বর্তীর।
- বাংল সাহিত্য পল্লীকবি বলা হয়- জসীম উদ্দিন কে।
- ছন্দের জাদুকর বলা হয়- সতোন্দ্রনাথ দত্তকে।
- বাংলা সাহিতো কিশোর কবি বলা হয়- সুকান্ত ভট্টাচার্য কে।
- কালী প্রসন্ন সিংহের ছন্দনাম- হুতোম পেঁচা।
- দৃষ্টিপাত লেখক যাযাবর এর প্রকৃত নাম- বিনয় মুখ্যেপাধ্যায়।
- ইশ্বর চন্দ্রকে বিদ্যাসাগর উপিাধি দেয়- সংস্কৃত কলেজ।
- পরশুরাম যার ছন্দনাম- রাজশেখর বসুর ।
- বাংলা সাহিত্য সভাব কবি হিসেবে পরিচিত- গোবিন্দচন্দ্র দাস।
- কালকুট যার ছন্দনাম- সমরেশ বসুর।
- টেকচাঁদ ঠাকুর ছন্দনাম- প্যারীচাঁদ মিত্রের।
- বাংলা সাহিত্য সাহিত্যবিশারদ উপাধি- আবদুল করিমের।
উপাধি ও ছন্দ নাম
প্রকৃত নাম
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
বিদ্রহী কবি
|
কহলন মিশ্র, রুপকার
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
No comments :
Post a Comment