বাংলাদেশের নদনদী
- বাংলাদেশের নদী গবেষণা ইনিষ্টিটিউড কোথায় অবস্থিত- ফরিদপুর।
- বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদী কেথায় মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে- আজমিরীগঞ্জ
- পুনর্ভবা, নাগর, টাঙ্গন যে নদীর উপনদী- কুমার নদী।
- বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ স্থল- বগুড়া।
- পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে- গোয়ালন্দে।
- বাংলাদেশের সারাদেশে নব্য নদী পথের দৈর্ঘ্য- ৫,২০০ কিঃমিঃ।
- বাংলাদেশের গভীর তম নদী- মেঘনা।
- বকল্যন্ড বাধ অবস্থিত- বুড়িগঙ্গা নদীর তীরে।
- এগারসিন্ধু নাম করনের কারন হচ্ছে সেখানে - পূর্বে এগার টি নদীর সংযোগ স্থল ছিল।
- নদী সিকস্তি বলতে- নদী ভাঙ্গনে সর্বসান্ত জনগণ।
- প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের আন্তসীমান্ত বা অভিন্ন নদী- ৫৭ টি।
- বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সীমান্ত নদীটির নাম- নাফ নদী।
- কর্ণফুলী নদীর উৎস - ভারতের নাফ নদী।
- আরাকানা পর্বতথেকে উৎপন্ন নদী - সাঙ্গু নদী।
- বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে মহানন্দা নদী।
- মহাস্থানগড় অবস্থিত- করতোয়া নদীর তীরে।
- মংলা বন্দর অবস্থিত- পশুর নদীর তীরে।
- ধান সিঁড়ি নদী অবস্থিত- বরিশালে।
- পশ্চিমা বাহিনীর নদী- ডাকাতীয়া বিল।
- চলন বিল অবস্থিত- পাবনা ও নাটোর জেলায়।
- আড়িয়াল বিল অবস্থিতি- মুন্সিগঞ্জে।
- হাকালুকি হাওড় যে জেলার অংশ- সিলেট ও মৌলভী বাজার।
- সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে- বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
- উপকূল হতে বালদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা- ২০০ নটিক্যাল মাইল।
- বিম্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত- কক্সবাজার।
- বাংলাদেশের সমুদ্র ্সৈকতের মোট দৈর্ঘ্য- ৭১১ কিঃ।
- কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৮ কিঃ।
নদ-নদীর নাম
|
দৈর্ঘ্য
|
উৎপত্তি স্থল
|
প্রবেশপথ
|
গঙ্গা, পদ্মা
|
৩৫৫ (গ-২৪০,প-১১৫)
|
হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে।
|
চাঁপাইনবাগঞ্জ।
|
মেঘনা
|
৬৬৯
|
আসামরে নাগা মনিপুরের দক্ষিনে লুসাই পাহাড় থেকে।
|
সিলেট।
|
ব্রহ্মপুত্র, যমুনা
|
৩৩০ (য-৯০,ব্র-২৪০)
|
তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরবর থেকে।
|
কুড়িগ্রাম।
|
করতোয়া
|
২০০
|
সিকিমের পার্বত্য অঞ্চল
|
পঞ্চগড়।
|
তিস্তা
|
১১৩
|
সিকিমের পার্বত্য অঞ্চল
|
নীলফামারী।
|
কর্ণফুলী
|
১৬০
|
মিজোরামের লুসাই পাহাগের লংলেহে।
|
রাঙ্গামাটি।
|
সাঙ্গু
|
১৮০
|
আরাকানা পাহাড়।
|
বান্দরবান।
|
ফেনী
|
৮০
|
পার্বত্য ত্রিপুরা পাহাড়।
|
খাগড়াছড়ি।
|
গোমতী
|
১৩০
|
ভারতর ত্রিপুরা পাহাগড়ের ডুমুর।
|
কুমিল্ল্।
|
নাফ
|
৬৪
|
আরাকানা পাহাড়
|
কক্সবাজার।
|
বাংলাদশের প্রধান নদী সমূহ মিলিত হবার স্থানঃ
নদ-নদীর নাম
|
মিলন স্থান
|
মিলিত হবার পর নদীর নাম
|
গঙ্গা(পদ্মা) ও যমুনা
|
গোয়ালন্দা
|
পদ্মা।
|
পদ্মা, মেঘনা
|
চাঁদপুর
|
মেঘনা।
|
কুশিয়ারা ও সুরমা
|
আজমীরিগঞ্জ
|
কালনি [কালনি ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারন করে]
|
পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা
|
ভেরব বাজার
|
মেঘনা।
|
হালদা ও কর্ণফুলী
|
কালুর ঘাট, চট্রগ্রাম।
|
কর্ণফুলী।
|
তিস্তা ও ব্রহ্মপুত্র(যমুনা)
|
চিলমারী, গাইবান্ধা।
|
ব্রহ্মপুত্র।
|
বাঙ্গালী ও যমুনা
|
বগুড়া
|
যমুনা।
|
No comments :
Post a Comment