Drop Down Menus CSS Drop Down Menu Pure CSS Dropdown Menu

html

Saturday, June 11, 2016

Resolve important questions about the country's rivers (বাংলাদেশের নদনদী সমন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান)

বাংলাদেশের নদনদী
  • বাংলাদেশের নদী গবেষণা ইনিষ্টিটিউড কোথায় অবস্থিত- ফরিদপুর।
  • বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদী কেথায় মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে- আজমিরীগঞ্জ
  • পুনর্ভবা, নাগর, টাঙ্গন যে নদীর উপনদী- কুমার নদী।
  • বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ স্থল- বগুড়া।
  • পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে- গোয়ালন্দে।
  • বাংলাদেশের সারাদেশে নব্য নদী পথের দৈর্ঘ্য- ৫,২০০ কিঃমিঃ।
  • বাংলাদেশের গভীর তম নদী- মেঘনা।
  • বকল্যন্ড বাধ অবস্থিত- বুড়িগঙ্গা নদীর তীরে।
  • এগারসিন্ধু নাম করনের কারন হচ্ছে সেখানে - পূর্বে এগার টি নদীর সংযোগ স্থল ছিল।
  • নদী সিকস্তি বলতে- নদী ভাঙ্গনে সর্বসান্ত জনগণ।
  • প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের আন্তসীমান্ত বা অভিন্ন নদী- ৫৭ টি।
  • বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সীমান্ত নদীটির নাম- নাফ নদী।
  • কর্ণফুলী নদীর উৎস - ভারতের নাফ নদী।
  • আরাকানা পর্বতথেকে উৎপন্ন নদী - সাঙ্গু নদী।
  • বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে মহানন্দা নদী।
  • মহাস্থানগড় অবস্থিত- করতোয়া নদীর তীরে।
  • মংলা বন্দর অবস্থিত- পশুর নদীর তীরে।
  • ধান সিঁড়ি নদী অবস্থিত- বরিশালে।
  • পশ্চিমা বাহিনীর নদী- ডাকাতীয়া বিল।
  • চলন বিল অবস্থিত- পাবনা ও নাটোর জেলায়।
  • আড়িয়াল বিল অবস্থিতি- মুন্সিগঞ্জে।
  • হাকালুকি হাওড় যে জেলার অংশ- সিলেট ও মৌলভী বাজার।
  • সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে- বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
  • উপকূল হতে বালদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা- ২০০ নটিক্যাল মাইল।
  • বিম্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত- কক্সবাজার।
  • বাংলাদেশের সমুদ্র ্সৈকতের মোট দৈর্ঘ্য- ৭১১ কিঃ।
  • কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য- ১৮ কিঃ।

    উল্লেখ্য যোগ্য নদ-নদীর (বাংলাদেশ সীমায়) দর্ঘ্যৈ, উৎপত্তি ও প্রবেশ পথঃ

    নদ-নদীর নাম
    দৈর্ঘ্য
    উৎপত্তি স্থল
    প্রবেশপথ
    গঙ্গা, পদ্মা
    ৩৫৫ (গ-২৪০,প-১১৫)
    হিমালয়ের গাঙ্গেত্রী হিমবাহ থেকে।
    চাঁপাইনবাগঞ্জ।
    মেঘনা
    ৬৬৯
    আসামরে নাগা মনিপুরের দক্ষিনে লুসাই পাহাড় থেকে।
    সিলেট।
    ব্রহ্মপুত্র, যমুনা
    ৩৩০ (য-৯০,ব্র-২৪০)
    তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরবর থেকে।
    কুড়িগ্রাম।
    করতোয়া
    ২০০
    সিকিমের পার্বত্য অঞ্চল 
    পঞ্চগড়।
    তিস্তা
    ১১৩
    সিকিমের পার্বত্য অঞ্চল
    নীলফামারী।
    কর্ণফুলী
    ১৬০
    মিজোরামের লুসাই পাহাগের লংলেহে।
    রাঙ্গামাটি।
    সাঙ্গু
    ১৮০
    আরাকানা পাহাড়।
    বান্দরবান।
    ফেনী
    ৮০
    পার্বত্য ত্রিপুরা পাহাড়।
    খাগড়াছড়ি।
    গোমতী
    ১৩০
    ভারতর ত্রিপুরা পাহাগড়ের ডুমুর।
    কুমিল্ল্।
    নাফ
    ৬৪
    আরাকানা পাহাড়
    কক্সবাজার।

    বাংলাদশের প্রধান নদী সমূহ মিলিত হবার স্থানঃ


     নদ-নদীর নাম
    মিলন স্থান
    মিলিত হবার পর নদীর নাম
     গঙ্গা(পদ্মা) ও যমুনা
     গোয়ালন্দা 
    পদ্মা।
     পদ্মা, মেঘনা
    চাঁদপুর
    মেঘনা।
     কুশিয়ারা ও সুরমা
     আজমীরিগঞ্জ
     কালনি [কালনি ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারন করে]
     পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা
    ভেরব বাজার
    মেঘনা।
     হালদা ও কর্ণফুলী
    কালুর ঘাট, চট্রগ্রাম।
    কর্ণফুলী।
     তিস্তা ও ব্রহ্মপুত্র(যমুনা)
    চিলমারী, গাইবান্ধা।
    ব্রহ্মপুত্র।
     বাঙ্গালী ও যমুনা
    বগুড়া
    যমুনা।

    No comments :

    Post a Comment